নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় বিএনপির উদ্যোগে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের রায়েন্দাবাজারস্থ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা, শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম মাসুদ হোসাইন মাসুমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি ও তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। ##