নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জেলেসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন উত্তর রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আরিফ (১৮) ও শাহ আলমের ছেলে জেলে শাহিন হাওলাদার (২৮)। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার বিকেলে উত্তর রাজাপুর গ্রামের স্লুইজ গেট সংলগ্ন মাঠে তুচ্ছ বিষয় নিয়ে কেন্দ্র করে রাসেল (৩০), শাহ আলম (৫০), মাসুদের (২০) সাথে আরিফের সাথে কথা কাটাকাটি হয়। এসময় তারা আরিফকে মারতে শুরু করলে প্রতিবেশী জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম ও শাহিন এগিয়ে এলে তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।