নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় আজ বুধবার সকাল ১১টার দিকে আচমকা বজ্রপাতে রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের কৃষক ইব্রাহিম বেপারীর দুটি গরুর মৃত্যু ঘটে।
ইব্রাহিম বেপারী জানান, সকালে গরু গোয়াল থেকে ছাড়ার পর পার্শ্ববর্তী ধানসাগর ইউনিয়নের রাজাপুর (আমতলী) গ্রামে ঢুকে পড়ে। হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলে ওই গ্রামের সেলিম হাওলাদারে বাড়ির সামনে গাছের নিচে গরু দুটি আশ্রয় নেয়। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গরু দুটি যায়। গরু দুটির মূল্য প্রায় ষাট হাজার টাকা।