চকরিয়া প্রতিনিধি: করোনা পরিস্থিতির এই দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন জামায়াতের ত্যাগি কর্মী অসুস্থ আজমল হোসেন বাবুলকে দেখতে যান উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক। তিনি তার শয্যাপাশে বেশকিছু সময় অতিবাহিত করেন। উপজেলা আমীর মাওলানা মোজাম্মেল হক অসুস্থ আজমলের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপজেলা দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ হেদায়েত উল্লাহ ও শাহারবিল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা শিব্বির আমমদ ওসমানী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জামায়াত কর্মী আজমল হোসেন স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শয্যাশায়ী রয়েছেন। বর্তমানে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। একইসাথে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলেও সূত্রে প্রকাশ।