নিজস্ব প্রতিবেদক ॥
করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষায় পার্সোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। শনিবার যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও উপজেলা যুগ্ম আহবায়ক সলিসিটর ইকরামুল হক মজুমদারের পক্ষ থেকে প্রেসক্লাব সদস্যদের জন্য এ পিপিই বিতরণ করা হয়। নাঙ্গলকোট প্রেসকাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলালের নিকট পিপিই হস্তান্তর করেন জেড এ কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী ঢাকা মহানগর উত্তর রূপ নগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওহাব আবু।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী কেফায়েত উল্লাহ মিয়াজী, দৈনিক কুমিল্লার সংবাদের নির্বাহী সম্পাদক সাফায়েত উল্লাহ প্রমুখ। করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের কাজের সুবিধার্থে এ পিপিই বিতরণ করা হয়।