সাতকানিয়া প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিমদের জন্য ঈদ সামগ্রী নিয়ে গেল চট্টগ্রাম জেলার সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
২৪ মে রোববার সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশা গ্রামের শাহ মজিদিয়া ও শাহ রশিদিয়া হেফজখানা ও এতিমখানায় ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল পবিত্র কোরআন শরীফ ও মাস্ক। এবং খাদ্য সামগ্রীর মধ্যে ছিল দুই প্রকার সেমাই, নুডলস, গুড়া দুধ, সয়াবিন তেল, চিনি ও চাল। তিনি এই সময় এতিম শিক্ষার্থীদের ভালো ভাবে পড়াশোনা করে পবিত্র কোরআন শরীফ সঠিকভাবে সংরক্ষণ ও পড়তে অনুরোধ করেন।
পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, ঈদের আনন্দ থেকে যেন এতিম শিশুরাও বঞ্চিত না হয় তাই তাদেরকে সাথে নিয়েই ঈদ আনন্দ উপভোগ করা করেছি।