মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সামাজিক দূরত্ব মেনে কাল জোহর থেকে মসজিদে ৫ ওয়াক্ত ও তারাবি নামাজ পড়া যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাবার প্রেক্ষিতে মসজিদে নামাজ পড়ার বন্ধ রাখা হয়েছিল।
এর মধ্যে আগামী ১০ মে থেকে শপিং মল ও দোকান পাট খুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত নেয়া হয়।
এই সিদ্ধান্ত ঘোষণার পর বিভিন্ন মহল থেকে মসজিদও খোলার দাবি জানানো হয়। এই অবস্থায় সরকারের নির্দেশে ধর্ম মন্ত্রণালয় মসজিদে নামাজ পড়ার নির্দেশনা দিলো। আগামীকাল জোহরের নামাজের মাধ্যমে মসজিদগুলো অবমুক্ত খোলে দেওয়া হবে বলে ইসলামি ফাউন্ডেশনের এক কর্মকর্তা উক্ত প্রতিবেদকে জানান ।