লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
লালমনিরহাট পুলিশ সুপার অাবিদা সুলতানার নিদেশে লালমনিরহাট ডিবি পুলিশের ওসি মকবুল হোসেনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ সামাজিক নিরাপদ দৃরুত্ব বজায় রাখা সকল কে মাস্ক পরিধান বাধ্য করা এবং দোকানের সামনে অযথা যানজট নিরসন ও অাইনশৃংঙ্খলা নিয়ন্রনে রাখতে জেলার হাট বাজারে ডিবি পুলিশের অভিযান অব্যহত রয়েছে। জানা গেছে,, বাংলাদেশে ঘাতক করোনা প্রবেশ করার পর সরকারের নিদেশে জেলার বিভিন্ন হাট বাজারে বিশেষ সচেতনতা সহ সমাজের উন্নয়নে যত প্রকার কাজ করা যায়। সে লক্ষে লালমনিরহাট পুলিশ সুপার বেগম অাবিদা সুলতানার নিদেশনায় অভিযান অব্যহত রয়েছে। পুলিশ হবে জনগনের বন্ধু এই স্লোগান কে সামনে রেখে তাদের পথ চলা অব্যহত।