অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২টি বসতঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৪টি পরিবার।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় পৌরসভার ইয়াকুব নগর ০১ নং ওয়ার্ডে হোসেন সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাত দুইটাযর সময় চুলার আগুন থেকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তে জ্বলে যায় দুটি বসতঘর। আগুনে উক্ত কিছুই বের করতে পারেনি তাদের সমস্ত কিছু পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে যায় পরিবারগুলো।
সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ তাশারফ হোসেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শোনার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসময় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কমে এবং পার্শ্ববর্তী অনেক ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়।
০১/০৫/২০২০