অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের এক বাসিন্দা চট্টগ্রামের কাপ্তাইয়ে বসবাসরত করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
জানা যায়, আক্রান্ত যুবক রাকিবুল ইসলাম (২৫)
উপজেলা সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের আমির সিদ্দিকীর পুত্র।
এদিকে নিহতের বড় ভাই সাইফুল ইসলাম রনি জানান, উনাদের বাবা কাপ্তাই পিডিবিতে চাকরি করেন এবং তাঁরা গত এক বছরে সীতাকুণ্ডের গ্রামের বাড়িতে আসেনি। মারা যাওয়া রাকিব দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে তাকে সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হতো। এই কারনে সে কাপ্তাই বা সীতাকুণ্ডে না থেকে চট্টগ্রাম শহরে বসবাস করত। ২১ তারিখ তার করোনা পজিটিভ ধরা পড়লে সে কাপ্তাই থাকা পরিবারকে বিষয়টি অবগত করেন এবং ২৬ মে মঙ্গলবার চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।
তিনি আরো বলেন আমরা প্রশাসনের সাথে প্রয়োজনীয় আলাপের মাধ্যমে দাফনের ব্যবস্থা গ্রহণ করবো।
এর আগে গত ২৪ মে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা এক জনের দাফন সম্পন্ন করেন গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট একটি টিম। করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুবরণ করা মরহুমা আনোয়ারা বেগম উপজেলার বাংলাবাজার এলাকার কাঠির বাড়ির মরহুম আব্দুল মালেকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন।