অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির উদ্যোগে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন দোকানের বিক্রয় কর্মী, নৈশ প্রহরীসহ বাজারের তিনশ’ জনের মাঝে তৃতীয়বারের মতো খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার ২৩ মে খাদ্য সামগ্রী বিতরণ কালে সীতাকুণ্ড মন্দির সড়কে অবস্থিত পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক একেএম মছিউদ্দৌলার সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক রঞ্জিত কুমার সাহার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সীতাকুণ্ড উপজেলার সুযোগ্য সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: রফিকুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সদস্য আলহাজ্ব রফিকুল আলম, পৌর বাজার কমিটির সদ্য বিদায়ী সভাপতি জনাব নাসির উদ্দীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম,সাবেক সেক্রেটারি রেজাউল করিম বাহার, পৌর কাউন্সিলর ও সাবেক অর্থ সম্পাদক দিদারুল আলম এপোলো, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রতন মিত্র,সেন সুইটসের মালিক বিশিষ্ট ব্যবসায়ী সুনির্মল সেন লিটন,সাবেক সহ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া,সাবেক যথাক্রমে প্রচার সম্পাদক মো:জাহাঙ্গীর, সমাজকল্যাণ সম্পাদক মো:সাইফুল ইসলাম,সদস্য শ্রীধাম চন্দ্র দে,সদস্য নিতাই দে, ব্যাংকার স্বপন নাথ,ঢাকার ব্যবসায়ী জয়নাল আবেদিন।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তাগণ বাজারের সম্মানিত ব্যবসায়ীদের নিজেকে সুস্থ রেখে নিজের পরিবারসহ অন্যদেরকে সুস্থ রাখতে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।