অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরস্থ মদনহাট ফরেষ্ট অফিসের পাশ্ববর্তী পাহাড়ের নিচে
অজ্ঞাত ২৮ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ২১মে দুপুর দুইটার সময় স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাশের শরীরে ইতিমধ্যে পঁচন ধরে দূর্গন্ধ বের হতে শুরু করেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশটির পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনে জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এব্যাপারে মডেল থানার পরিদর্শক(তদন্ত)শামীম শেখ বলেন, স্থানীয় এলাকাবাসী খবর দিলে আমরা মদনহাটের ফরেষ্ট বিটের অদুরে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করি। লাশটির বয়স আনুমানিক (২৮) বছর। ধারণা করা হচ্ছে লাশটি ৪ থেকে ৫ দিন আগের। লাশের শরীরে পঁচন ধরাতে মুখমন্ডল চেনা যাচ্ছে না।
বিষয়টি চট্টগ্রাম সিআইডি টিমকে জানানো হয়েছে, তারা এলে লাশ শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
অন্যদিকে সীতাকুণ্ড সার্কেল অফিসার (এএসপি) শম্পা রানী সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।