অশোক দাশ (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ১১০বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসআই মোঃ আশরাফ ছিদ্দিকী সঙ্গীয় অফিসার সন্দেহ জনক- তল্লাশি চালিয়ে তাদের আটক করা করে থানায়় নিয়ে আসেন।
আটককৃতরা হলেন,মোঃ হাসান(১৯), পিতা-মৃত তোতা মিয়া, মাতা-আয়েশা বেগম, সাং-ছফোয়া কালিকাপুর, ৩নং ওয়ার্ড, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, মোঃ মামুন(১৯), পিতা-মৃত বুলু মিস্ত্রী, মাতা-জাহেরা বেগম, সাং-গুদুর পুকুরপাড়া, আলেখারচর, আমতলী ইউনিয়ন, থানা-কোতোয়ালী, জেলা-কুমিল্লা, বর্তমানে শাহপুর, ০২নং ওয়ার্ড, থানা-কসবা, জেলা-বি-বাড়ীয়া, ও মোঃ আমির হোসেন(২০), পিতা-মৃত হারেজ মোহাম্মদ, মাতা-মৃত মোছাঃ কুলসুম, ঠিকানা-এ কে খাঁন, থানা-আকবরশহ, সিএমপি।
১০ মে সীতাকুণ্ড মডেল থানায় তাদের বিরুদ্ধে মামলা নং-১০, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১৪(গ)/৩৮/৪১ মূলে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন,মডেল থানার ওসি ইন্টেলিজেন্স সুমন বণিক।