অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে আবারো করোনায় আক্রান্ত হন দুইজন।
শুক্রবার ১৫মে সিভিল সার্জনের রিপোর্টে সীতাকুণ্ডে দুইজন করোনা আক্রান্ত রোগীর রিপোর্ট পজিটিভ আসে।
এদের একজন পৌরসভার ভোলাগিরী নিছতালুক এলাকায় ভাড়াটিয়া মহিলা।
আক্রান্ত নারী(২৩)উক্ত এলাকার নুর নবীর ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে থাকেন। স্বামীর নাম রহমত উল্লাহ জেলা নোয়াখালী।
অন্যদিকে একইদিন উপজেলার ছলিমপুর ৬ নং ওয়ার্ড ফকিরহাট এলাকায় এক যুবক(২২) আক্রান্ত হয়।
তিনি গত ১০ মে করোনার নমুনা পরীক্ষা দিয়ে আসলে আজ ১৫ মে তার রিপোর্টে পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন বলে দাবি করেন এবং বাড়িতে রয়েছেন। আলাপকালে আক্রান্ত ব্যক্তি জানান, স্থানীয় এলাকায় ব্যবসা-বাণিজ্য করেন এঅবস্থায় কারো শরীর থেকে তার শরীরে করোনা আক্রান্ত হয়েছে বলে তার প্রাথমিক ধারণা ।
সে স্থানীয় মোহাম্মদ শফিউল আলমের পুত্র।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লকডাউন এর প্রস্তুতি চলছে, রাতেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনিয়ে সীতাকুণ্ডে সর্বমোট করোনা শনাক্ত হয় ২৪জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান পাঁচজন।