নিজস্ব প্রতিবেদক : নোয়াখালী জেলার সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে পূনরায় নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির চাটখিল-সোনাইমুড়ী প্রতিনিধি ইয়াকুব আল মাহমুদ। অার সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম।
গত বুধবার সোনাইমুড়ী রৌশন কমিউনিটি সেন্টার প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, সহ-সভাপতি আবুল কাশেম শামসুদ্দিন ও কার্যকরী কমিটির সদস্য হোসেন মাষ্টার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এর অাগে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিন জনের মধ্যে ইয়াকুব ১৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
ইয়াকুব আল মাহমুদ এর আগে সোনাইমুড়ী প্রেসক্লাবে পরপর দুইবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন প্রচার সম্পাদক পদেও।
ইয়াকুব আল মাহমুদ দীর্ঘদিন থেকেই সুনামের সহিত সাংবাদিকতা করে আসছে। বর্তমানে তিনি এশিয়ান টিভির নোয়াখালী জেলার সোনাইমুড়ী চাটখিল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।