শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা উপজেলার তিনটি ইউনিয়নে এ উপহার দিয়েছেন।
সোনারগাঁয়ের তিন ইউনিয়নে তিনটি ধান কাটার মেশিন পেয়ে কৃষকরা খুশী।
বৃহস্পতিবার দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় কৃষক শুক্কুর আলীর ৪০ শতাংশ জমির ধান কাটার মাধ্যমে উদ্বোধন করা হয়। এছাড়াও সনমান্দি ও জামপুর ইউনিয়নে কৃষকের ধান কাটার জন্য এ মেশিন সরবরাহ করা হয়েছে।
ধান কাটার সময় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সদস্য আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক পার্টি নেতা জাবেদ রায়হান জয়, আনিসুর রহমান বাবু, সাকিব হাসান, মাহবুবুর বরহমান কামাল, নুরুল ইসলাম মেম্বার, ফজলুল হক মাষ্টার।