শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) : ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নের কৃষি জমি তলিয়ে গেছে। পাকা ধান পানির নিচে বিপাকে পড়েছে কৃষকরা । তাদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
ঘূর্ণিঝড়”আমফান”এর প্রভাবে বেড়ে যাওয়া পানিতে উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুদর্দি গ্রামের ব্রহ্মপুত্র নদেরপাশে কৃষকের আবাদি জমির ফসল তলিয়ে যায়। ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হয়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বৃহস্পতিবার সকালে তলিয়ে যাওয়া আবাদি জমি থেকে অতি কষ্টে ধান কেটে নেয়।