নছিউল হক, সৌদি আরব প্রতিনিধি :
২৩ মে থেকে ২৭ মে ২০২০ ইং পুরো সৌদিতে আবারও ২৪ ঘন্টার কারফিউ ঘোষণা।
২৯ রমজান পর্যন্তঃ ২১ রমজান তথা ১৪ মে ২০২০ হতে ২৯ রমজান তথা ২২ মে পর্যন্ত সময়ে সকল বানিজ্যিক ও অর্থনৈতিক কর্মকান্ড (কিছু কর্মকান্ড ছাড়া। যেমনঃ সেলুন, বিনোদন কেন্দ্র, সিনেমা ইত্যাদি) সম্পূর্ণ স্বাস্থ বিধি মেনে চলবে।
এ সময়ে পবিত্র মক্কা নগরী ছাড়া পুরো সৌদিতে সকাল নয়টা হতে বিকেল ৫ টা পর্যন্ত আট ঘন্টার জন্য সকল স্বাস্থ বিধি মেনে চলাফেরা করা যাবে।
পবিত্র মক্কা নগরীতে পূর্বের মতই ২৪ ঘন্টার কারফিউ বলবৎ থাকবে।
এক শহর হতে অন্য শহর, এক প্রদেশ হতে অন্য প্রদেশ এবং পূর্ব ঘোষিত কিছু নির্দিষ্ট কোয়ারিন্টিন এলাকা হতে বের হওয়া এবং এসব শহর ও প্রদেশে প্রবেশ করা বন্ধ থাকবে।
ঈদের সময়ঃ ৩০ রমজান তথা ২৩ মে ২০২০ হতে ০৪ শাওয়াল তথা ২৭ মে পর্যন্ত সময়ে পুরো সৌদি আরবে ২৪ ঘন্টা কারফিউ বলবৎ থাকবে।
এসময়ে সকলকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। ৫ জন কিংবা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়া যাবেনা এবং যেকোন প্রকার জমায়েত নিষিদ্ধ থাকবে।