নছিউল হক সৌদি আরব প্রতিনিধি :
আগামীকাল ১০ মে ২০২০ তারিখ রোজ রবিবার হতে সৌদি আরবের সকল তামিনাত বা বাকালায় ইলেক্ট্রনিক পেমেন্ট (লেনদেন) এর জন্য পস মেশিন রাখা বাধ্যতামূলক। পরিকল্পনা অনুযায়ী আগামী আগস্ট ২০২০ এর মধ্যে সকল বানিজ্যিক প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক পেমেন্ট (লেনদেন) এর জন্য পস মেশিন রাখা বাধ্যতামূলক করা হবে। এই আদেশ অমান্য করলে গুনতে হবে জরিমানা।