নছিউল হক সৌদি আরব প্রতিনিধি :
তাঁর নাম খালেদ আল-হসাইনি। তিনি মক্কায় আমির খালেদ আল-ফায়সাল হাসপাতালে একজন পুরুষ নার্স হিসাবে কর্মরত ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সৌদি বাদশা কিং সালমান, প্রিন্স খালিদ আল ফয়সাল ও তাঁর ডেপুটি প্রিন্স বদর বিন সুলতান। তাঁরা মৃতের আত্মার মাগফিরাত কামনা করেন
ইতিমধ্যেই এই জাতীয় বীর খালেদ আল-হসাইনিকে জাতীয় বীর হিসাবে ঘোষণা করা হয়েছে।
৪৩ বছর বয়সী আল-হসাইনি ১৫ বছর আগে নার্সিং পেশায় তাঁর ক্যারিয়ার শুরু করেন।
ক্যারিয়ারের শুরুতে তিনি বেশ কিছু প্রাইভেট হাসপাতালে কাজ করেছিলেন। অবশেষে তিনি মক্কার কিং আবদুল আজিজ হাসপাতালে পাকাপাকি ভাবে থিতু হন।
আল-হুসাইনির ভাই জানিয়েছেন তাঁর ভাই নার্সিং পেশার প্রতি শুরু থেকেই চরম নিবেদিত প্রাণ ছিলেন।
সৌদি আরবে করোনাভাইরাসের ভয়ংকরতম প্রাদুর্ভাবের একদম শুরু থেকেই তিনি করোনাভাইরাসের সাথে লড়াইয়ে ছিলেন অবিচল যোদ্ধা, নিবেদিত প্রাণ সৈনিক।
গতকাল বিকালে ( ১৭ মার্চ) শহীদ সমাধিক্ষেত্র বলে পরিচিত মক্কার আল মুকাররামাহতে আল-হুসাইনিকে তাঁর পরিবার দাফন করে।