বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ওয়াহিদ জিয়ানের উদ্যোগে ৩ শতাধিক হতদরিদ্র, অসহায় অভুক্ত মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মে) রাতে বাকলিয়া ও চকবাজার থানার আশেপাশে এই খাবার বিতরণ করা হয়।
পাশাপাশি বাকলিয়া থানার ওই সময়ের দায়িত্বরত পুলিশ ভাইদের প্রতি সম্মান জানিয়ে সাব ইন্সপেক্টর আবুল কালাম এর হাতে ২০ প্যাকেট রাতের খাবার উপহার দিয়েছেন তিনি।
এই খাবার বিতরণে পাশে থেকে সার্বিক সহযোগীতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, মামুনুর রশিদ মামুন, ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল আমিন হোসাইন, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা, মারুফ হোসাইন, মাহাদি হাসান ফাহিম, সাফওয়ান, সাঈমসহ অন্যান্যরা।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মাথায় রেখে সার্বক্ষণিক খোঁজ-খবরসহ সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজন সম্পন্ন করতে যাবতীয় সহযোগিতা প্রদান করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।