রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কলি (২০) নামের ল্যাব টেকনিশিয়ান এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।জানা যায়, কলি এবং তার বড় বোন ফিংকি হাতিয়ায় একটি প্রাইভেট ল্যাবে সহকারী ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতো। সে বেশ কিছুদিন ধরে মাথাব্যথা ও নাকে পলি কারণে অসুস্থ্য থাকায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। শুক্রবার ভোর রাতে তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। ভর্তির পর স্যালাইন ও অক্সিজেন চলা অবস্থায় সকাল ৭টার সময় নিস্তেজ হয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন মিজান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, রোগি এজমা সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তবে করোনা আক্রান্ত ছিলো কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। আমরা কলি এবং তার বড় বোন ফিংকির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। নমুনা পরিক্ষার ফলাফল আসলে নিশ্চত হওয়া যাবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, মৃত নারীর বাড়ী সহ যে ল্যাবে চাকুরী করতো তা লকডাউন করা হয়েছে। এবং তাদের ২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার ফলাফল আসলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।