শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যান্ত্রিক নৌযানে বালি পরিবহনে নিয়োজিত একটি ৩ হাজার ঘনফুট বালি ভর্তি বড় নৌযান তলায় ফুটো করে নদীর মাঝ খানে ডুবিয়ে দিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।এসময়ে নদীতে রাতে মা মাছ শিকারে পেতে রাখা কয়েক হাজার মিটার জাল নদী থেকে উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
১২ মে মঙ্গলবার দুপুরে এনজিও সংস্থা আইডিএফ-এর একটি স্পিড বোট নিয়ে হালদায় অভিযানে নামে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার আল মামুন,রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা নিয়াজ মোরশেদ ও আনসার বাহিনীর সদস্যরা।
জানা যায়, স্পিড বোটটি নিয়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমের ঘাট থেকে অভিযান চালিয়ে মদুনাঘাট মাদর্শার আমতুয়া এলাকায় গেলে নদীতে একটি বালি ভর্তি যান্ত্রিক নৌযান দেখতে পায়। এসময় অভিযাকারী দলের স্পিড বোটটি দেখে বালি পরিবহনকারী যান্ত্রিক নৌযানটি রেখে পালিয়ে গেলেও বালি ভর্তি নৌযানটি আটক করা হয়।পরে এটির তলায় ফুটো করে দিয়ে নদীর মাঝ খানে নিয়ে ডুবিয়ে দেয় অভিযানকারী দল।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় মা মাছ ডিম ছাড়ার মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে অবৈধভাবে চলাচলরত যান্ত্রিক নৌযানে বালি পরিবহন ও রাতে জাল পেতে মা মাছ শিকারসহ ডলফিন মারার বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে।হালদা নদীর মা মাছ রক্ষায় প্রতিনিয়িত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, হালদা নদীতে যেকোনো সময় ডিম ছাড়তে পারে মা মাছ।তবে লাগাতার বৃষ্টিসহ বজ্রপাত হলে নদীতে পাহাড়ি ঢলের তীব্রতা বৃদ্ধি পেলে ডিম ছাড়তে পারে মা মাছ।জানান,হালদায় প্রতি বছর চৈত্র মাস থেকে আষাঢ় মাসে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ মাছ ডিম ছাড়ে।গত কয়েকদিন অধিক বৃষ্টি আর বজ্রপাত হলেও হালদা নদীতে ডিম ছাড়েনি মা মাছ।তবে ছাড়ার ভরা মৌসুম চলেছে।এই নিয়ে উপজেলা মৎস্য সম্প্রসারণ সব ধরে প্রস্তুতি নিচ্ছে।এখন নদীতে নৌকা আর জাল নিয়ে শতাধিক মৎস্যজীবী ডিম সংগ্রহের জন্য অপেক্ষ করছেন।এমন পরিবেশে বালিবাহী যান্ত্রিক নৌযান ও জাল পাতার কারণে মা মাছ ও ডলফিন মারা পড়ছে।