মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : [২] বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী কোভিড-১৯ আক্রান্তকারীর শরীরে রেমডিসিভির একটি ইন্জেকশন পুশ করলেই এটি সুস্থতার জন্য কাজ শুরু করবে বলে ডিবিসিকে জানিয়েছেন বিএসএমএমইউর ভাইরোলজিস্ট বিভাগের সাবেক চেয়ারম্যান।
[৩] আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত ঔষুধ রেমডিসিভির উৎপাদনের জন্য অনুমতি দিয়েছে দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর।
[৪] প্রাথমিকভাবে দেশের ৮টি কোম্পানিকে এই অনুমতি দেয়া হয়েছে। শোনা যাচ্ছে, এর দাম ধরা হয়েছে দাম ৫ হাজার টাকা।
[৫] রেমডিসিভির এর আগে ইবোলার চিকিৎসায় সফলভাবে ব্যবহার হয়েছে। কোভিড-১৯ এর ক্ষেত্রে যেহেতু কোনও ঔষুধ হাতে নেই, তাই ডাক্তাররা এটি ব্যবহার করেছেন। আর অনেক কেসে এটি কাজও করছে। তাই রেমডিসিভির ব্যবহারের কথা উঠেছে।
[৬] ভাইরাস দেহে প্রবেশ করলে বংশ বিস্তার করতে থাকে। সেখানে ভাইরাসে প্রোটিন তৈরি হতে থাকে। রেমডিসিভির এই প্রোটিন তৈরিতে বাধা দেয়। ফলে বিস্তার বাধা পেয়ে ভাইরাসের সংক্রমণ বন্ধ হয়ে যায়। ফলে আক্রান্ত ব্যাক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে।
[৭] চলতি মাসেই ঔষুধটি বাজারে পাওয়ার আশা করা যায়। কারণ কাঁচামাল নিয়ে আসলে এটি উৎপাদনে খুব বেশি সময় লাগার কথা না। যদিও এক্যুরেট টাইম যারা এটি তৈরি করে সেই ফার্মাসিস্টরা বলতে পারবেন।…… সূত্র ডিবিসি