সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও: বকেয়া তিনমাসের বেতনভাতা ও উৎসব বোনাস এবং আখচাষিদের পাওনা টাকা পরিশোধ সহ ৬দফা দাবিতে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ-মানববন্ধন করেছে কারখানা চত্বরে ।
রোববার সকাল সাড়ে ১১টায় শ্রমিক-কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে চিনিকলের শ্রমিক-কর্মচারিরা তাদের পাওনা বেতন-ভাতাসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কর্মসুচী পালন করে ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক নেতা উজ্জ্বল হোসেন, এনাইয়েত আলী উলুব্বী, সাইফুল ইসলাম নবাব, খালিকুজ্জামান রেজা প্রমুখ ।
বক্তারা অভিযোগ করে বলেন,করোনা সংকট কালে কর্মহীন শ্রমিক-অসচ্ছলদের ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও চিনিকলের দৈনিক হাজিরা ভিত্তিক ৮শ শ্রমিক এখন পর্যন্ত সরকারের কোন খাদ্য সহায়তা পায়নি । তাছাড়া ৩ মাস ধরে চিনিকলের ৭শ শ্রমিক কর্মচারি বেতন-ভাতা না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন যাপন করছে । অপরদিকে অবসর কালিন শ্রমিক-কর্মচারিদের পাওনাভাতা পরিশোধ করা হচ্ছে না ।