1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অনন্ত প্রেমের পত্রাবলি-৪৮ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে  সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ৭ ফেব্রুয়ারির জনসভা স্বরণকালের শেরা দেখাতে চায় সোনারগাঁ জামায়াত ঠাকুরগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ । মাগুরায় IBWF এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত মাগুরায় সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঠাকুরগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা । ঠাকুরগাঁওয়ে পেট্রলপাম্প বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ

অনন্ত প্রেমের পত্রাবলি-৪৮

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৯৯ বার


প্রিয় আত্মন,
তুমি কাদের পছন্দ করো, আর কাদের পছন্দ করো না- অনেকবার বলেছো।
যে কেউ তোমার বন্ধু হতে পারে না। তারাই তোমার বন্ধু হতে পারে যারা শিক্ষিত, যাদের টাকা পয়সা আছে। সাফ কাপড় চোপড় পরে।
স্বাস্থ্যবান, মোটাতাজা, ফিটফাট লোকগুলো তোমার খুব কাছের। তোমার একটা মাপকাঠি আছে। তোমার দরবারে তাদেরকেই সামনের সারিতে দেখেছি যারা বিত্তশালী। তারা তোমাকে কাছে না টানলেও তুমি তাদেরকে কাছে টেনেছো। কেন গো?
তুমি বললে, ধর্ম প্রচার করতে চার প্রকারের লোক দরকার। আবুবকর গ্রুপ, ওমর গ্রুপ, ওসমান গ্রুপ, এবং আলী গ্রুপ। প্রথমে আমি বুঝিনি। বোকার মতো তাকিয়ে আছি দেখে তুমি বুঝিয়ে দিলে- ‘আবুবকর গ্রুপ হলো কামলার দল, ওমর গ্রুপ হলো বাটপারের দল, ওসমান গ্রুপ হলো ধনীর দল, এবং আলী গ্রুপ হলো জ্ঞানীর দল’।
কি হলো তাতে? কোন ধর্ম প্রচার হলো?
কামলারা আমলা হয়েছে, ধনী ও বাটপারের দল রাজত্ব করছে, আর জ্ঞানীর দল শহীদ হচ্ছে।
আমাকে প্রতিদিন ২/৩ জন আনফ্রেন্ড করে, ২/৩জন ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠায়। এ থেকেই বুঝি প্রত্যেকেরই একটি মাপকাঠি আছে। আমারও ছিল। কিন্তু জীবন আমার সঙ্গে অদ্ভুত লীলা করলো! আমি আম চাইলে জাম পাই। জাম চাইলে কাঁঠাল পাই। কাঁঠাল চাইলে আনারস।
এক সময় প্রচণ্ড হতাশা ঘিরে ফেললো আমাকে। সমুদ্র মন্থন করতে হলো। অনেক কষ্ট ও ক্ষতির পর বুঝলাম- জীবনই ঠিক, আমার মাপকাঠি ভুল। অতঃপর একদিন সব মাপকাঠি ভাসিয়ে দিলাম সাগরের জলে। জীবনের কাছে সমর্পণ করলাম। যা হবার হোক। যখন যা ঘটে তাতেই আলহামদুলিল্লাহ।
কখন কী প্রয়োজন, জীবন তা বেশ ভালো করেই জানে। কৃতজ্ঞতা পরমাপ্রকৃতির কাছে এইজন্য যে, তিনি এইভাবেই জীবন সৃজন করেছেন।
জীবন যখন আমার কাছে দুঃখ নিয়ে উপস্থিত হয়, যন্ত্রণায় হৃদয় ভেঙে নীল হয়ে যায়। কিন্তু পরক্ষণেই বুঝতে পারি জাগৃতির জন্য মাঝমধ্যে হৃদয় ভাঙার কতো প্রয়োজন! যতবার প্রতারিত হই ততবার জীবন আমাকে আরো গভীরে ডুব দেওয়ার প্রেরণা দেয় এবং জীবনই আমাকে নিয়ে যায় সেই অনন্ত প্রেমের কাছে, যার কথা এতোদিন ধরে তোমাকে বলছি।
ইউসুফের ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল। জ্ঞান প্রাপ্তির জন্য কূপে পতিত হওয়ার প্রয়োজন ছিল বলেই।
জীবন যতবার আমাকে খাদে ফেলেছে কিছু না কিছু জ্ঞান তা থেকে পেয়েছি; যা ঐ মাপকাঠি অনুসরণ করলে কখনো পেতাম না। আজকাল খাদে পড়া অভ্যাস হয়ে গেছে। ইদানিং ইচ্ছা করেও মাঝে মধ্যে পতিত হই কিছু মানুষকে আনন্দ দেওয়ার জন্য।
তবে কী, এখন যদি ওমর, ওসমানদের সঙ্গে সাক্ষাৎ হয়, অসহ্য লাগে আমার। তারা সমাজের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু আমার কাছে তাদের কোনো গুরুত্বই নেই আর।
প্রিয় আত্মন,
তুমি কি তোমার মাপকাঠিগুলো ফেলে যুক্ত হবে জীবন মন্থনে?
দেখবে নাকি জীবনের অলৌকিক নৃত্য?
জীবন অপেক্ষা করে আছে তোমার জন্য।
অনন্ত প্রেম অপেক্ষা করে আছে তোমার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম