বদরুল হক:
আনোয়ারায় মার্কেট ও দোকান ও শপিং সেন্টার খুলছে না,এই সিন্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ।
সোমবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে বলা হয় ১০ই মে থেকে সারাদেশে সীমিত পরিসরে দোকানপাট ও শপিং-মল খোলা রাখা যাবে। এতে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে শপিং মল ও দোকানপাট সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানানো হয়।
কিন্তু এখন মালিকদের মধ্যে দোকান খোলা ও না খোলা নিয়ে এক ধরণের সিদ্ধান্তহীনতা দেখা দিয়েছিল।
করোনা মহামারির ঝুঁকির কারণে ঈদের আগে খুলছে না আনোয়ারা উপজেলার সেন্টার নাবাব খাঁন মার্কেট ও বটতলী হাজী ইমাম শপিং সেন্টার। শনিবার দুপুরে মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের সাথে আলাপশেষে এ তথ্য জানিয়েছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন ও মার্কেটের ব্যবসায়ীরা। এদিকে বটতলী হাজী ইমাম শপিং সেন্টারে দুই মাসের দোকান ভাড়া মওকুফের ঘোষণা দিলেন মার্কেটের মালিক জামাল উদ্দীন সওদাগর।