বদরুল হক:
চট্রগ্রাম আনোয়ারায় চৌমুহনীতে মাছের বাজারের অভিযান চালিয়ে মাছে ভেজাল রঙ মিশানোর দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার ও সত্তারহাট এক দোকানীর মুল্যতালিকা না থাকায় ২ হাজার মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরীর আদালত বসিয়ে এ জরিমানা করেন । এসময় সাথে ছিলেন মংস্য কর্তকর্তা মোহাম্মদ এনামুল হক, আনোয়ারা থানার উপ সহকারি পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ চৌধুরী বলেন, বাজারের বিভিন্ন প্রজাতের মাছ গুলোকে তাজা রাখার জন্য ও খাদ্য দ্রব্যে বিষাক্ত রঙ মিশিয়ে বিক্রি করার দায়ে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।