নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় সুপার সাইক্লোন ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী গ্রামে আটকে পড়া লবন পানি অপসারন ও ভেঙ্গে যাওয়া রিং-বাধের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া ও খুড়িয়াখালীর ভেঙ্গে যাওয়া রিং-বাধের ৬ টি পয়েন্ট মোরামতের কাজ শুরু হয়েছে।
গ্রাম দুটির তিনটি পয়েন্ট থেকে পানি অপসারনের কাজ চলছে। খুড়িয়াখালী গ্রামের মাঠের ও জলাবদ্ধ বাড়ি ঘরের পানি অনেকটা কমেছে। এখন বিশুদ্ধ পানির সংকট থাকলেও মানুষ আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
অনেক দিন ধরে সহাস্রাধিক পরিবার পানি বন্ধি অবস্থায় মানবেতর জীবন যাপন করার পর পানি সরে যাওয়ায় তারা অনেকটা স্বস্তির নিঃস্বাস ফেলছেন।
উল্লেখ্য যে গত ২০ মে সুপার সাইক্লোন আম্ফানের আঘাতে ভাঙ্গন কবলিত সাউথখালীর বেড়িবাধের রিংবাধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়ে মানুষের অনেক বাড়ি ঘর গাছপালা ভেঙ্গে যায়। তবে বলেশ্বর তীরবর্তি বগী গ্রামের রিং বাধ অচিরেই শুরু হবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছেন।
শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী এলাকার ভেঙ্গে যাওয়া রিং বাধ সংস্কার ও পানি নিস্কাশনের কাজ চলছে।