তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুটি মাদ্রাসার অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’।
বুধবার (৬ মে) দুপুরে সোলাইমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক হাফেজ ইসমাঈল এবং উপজেলা জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আ. সালামের হাতে এ অর্থ সহায়তা পৌঁছে দেন সংগঠনটির সদস্য ইউসুফ ও মিনহাজ আসিফ।
এর আগেও মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’ করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করে।
সংগঠনটির উদ্যোক্তারা জানান, রমজানে ইফতারসহ গরীবদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করার প্রস্তুতি চলছে। এছাড়া করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায়দের সহায়তা অব্যাহত থাকবে।