আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:
পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রতিটি পৌরসভার এবং ইউনিয়ন কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের কোভিড-১৯ মাহামারি উত্তরণে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মঙ্গলবার দুপুর আড়াইটায় খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার মোট ৪১ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণকালে পাজেপ চেয়ারম্যান বলেন, সরকার চলতি মহামারী নিয়ন্ত্রনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মহামারিতে কেউ খাবারের কষ্টে যেন না ভোগে সেদিকে ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা মসজিদ কমিটির সদস্য এবং উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক পলাশ চৌধুরী।