কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার সদরের ঈদগাঁহ বাজারের ৯ দোকানদারকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনা মতে মূল্য তালিকা না রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় বুধবার (১৩ মে) এসব দোকানদারকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার।
অভিযানকালে বিভিন্ন দোকানে বাজারমূল্য তদারকি ও দোকানদারদের সতর্ক করা হয়েছে।
একই দিন ঈদগাঁহ বাজারস্থ কাঁচাবাজারটি পার্শ্ববর্তী ঈদগাঁহ হাই স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে।