শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক বিরোধী দলীয় নেতা রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পিতা মরহুম ফজলুল কবির চৌধুরীর কবর জিয়ারত করেছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৭ মে বুধবার গহিরাস্থ বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, ছাত্রনেতা নাছির উদ্দিনসহ আরো অনেকেই। এছাড়া সাংসদের মাতা মরহুমা সাজেদা কবীর চৌধুরী ও রাউজান উপজেলা আওয়ামী লীগ এর প্রয়াত সভাপতি মোফাচ্ছেল হোসেন চৌধুরীর কবর জিয়ারতও করেন তারা।