রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
মৃত একজনসহ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা ২১৩ জন ও সুস্থ্য হয়েছেন ৩৮ জন।
শুক্রবার গত ২৪ ঘন্টায় নতুন আরো ২৫ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হেেয়েছে ২১৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ১১ জন, চিরিরবন্দরে ৪ জন, বিরামপুরে ৩ জন, পার্বতীপুরে দুইজন, বিরলে দুইজন, কাহারোলে একজন, ফুলবাড়ীতে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। আক্রান্ত ২১৩ জনের মধ্যে ১৫৫ জন পুরুষ, ৪৮ জন মহিলা ও শিশু ১০ জন।
দিনাজপুর সিভিল সার্জন ডা: মো. আব্দুল কুদ্দুস জানান, ২৯ মে শুক্রবার রাত পৌনে ৯ টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ২৫ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২১৩ জনে।
সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত ২১৩ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৩ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৫ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৩ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৩ জন, খানসামায় ৭ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ১৯ জন, চিবিরবন্দরে ১০ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ জন। এছাড়া বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৫৭ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন একজন ও একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, শুক্রবার ২৯ মে দিনাজপুর ল্যাব হতে মোট ১৫০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২৫টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১২৫টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২১৩ জন। এছাড়া শুক্রবার ১৩৬ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর এ পর্যন্ত ৩১৫৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩১০৯টি।