কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের তল্লাশীতে ১ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার( ২১ মে) রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের তুলাবাগান নামক স্থানে তল্লাশী করে এক রোহিঙ্গা নাগরিকের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার সহ ওই পাচারকারীকে আটক করে।
আসামী মোঃ আবু বক্কর সিদ্দীক (২০) সে থাইংখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পে থাকে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি আবু আব্দুল্লাহ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।