মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
তৈরি পোশাকসহ দেশের ৬৩টি শিল্প কারখানার কর্মরত শ্রমিকদের মধ্যে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত এসব কারখানার মোট ১০১ জন শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে শিল্পপুলিশের এক প্রতিবেদন থেকে জানা গেছে। শিগগিরই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না যায় বা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য না করা যায়, তাহলে এর ফল অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শিল্পপুলিশের কভিড-১৯-সংক্রান্ত গতকাল সোমবারের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত ৩৮ কারখানায় ৭১ জন, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সদস্যভুক্ত ৭ কারখানার ৮ জন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যভুক্ত একটি কারখানায় ২ জন, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্র্তৃপক্ষের (বেপজা) ৬টি কারখানায় ৯ জন এবং অন্যান্য ১১ শিল্পপ্রতিষ্ঠানের ১১ জন শ্রমিক কভিড-১৯ আক্রান্ত। শিল্পপুলিশের প্রতিবেদন অনুসারে বিজিএমইএর তৈরি পোশাক কারখানার মধ্যে সাভার-আশুলিয়ায় ২০ কারখানার ৪৬ জন এবং গাজীপুরে ১৫ কারখানার ২২ শ্রমিক করোনায় আক্রান্ত। বিকেএমইএর নারায়ণগঞ্জের ৪ কারখানায় ৪ জন শ্রমিক করোনায় আক্রান্ত।
গার্মেন্টসসহ শিল্প কারখানা খুলে দেওয়ার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা আগে থেকেই করছিলেন বিশেষজ্ঞরা; বিশেষ করে সাধারণ ছুটি ঘোষণার পর এক দফায় গার্মেন্টস খোলার ঘোষণায় শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীতে আসেন। আবার বন্ধের ঘোষণায় তারা ফিরে যান। নতুন করে আবার কিছুদিন আগে শিল্প কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকরা আবার ঝুঁকি নিয়ে এসে কাজে যোগ দেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে।
করোনা মোকাবিলায় গঠিত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম গতকাল গণমাধ্যমে বলেন, ‘তৈরি পোশাক কারখানাসহ শিল্পপ্রতিষ্ঠান খোলা রাখার ক্ষতিকর ফল আমরা পেতে শুরু করেছি। প্রতিদিন আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং থেকে করোনা আক্রান্তের যে ঊর্ধ্বমুখী সংখ্যা পাই তাতেই বোঝা যায় এটি ব্যাপক হারে ছড়িয়ে গেছে। রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের স্বাস্থ্যবিধি মেনে চলাসহ কিছু শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা কতটুকু স্বাস্থ্যবিধি অনুসরণ করছে বা আদৌ করছে কি না, সেটা দেখবে কে? কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরসহ সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর উচিত বিষয়টি সঠিকভাবে মনিটরিং করা, শিল্প কারখানাগুলো শর্তগুলো সঠিকভাবে মানছে কি না, তা দেখা। সেটা করা গেলে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি) ও অতিরিক্ত সচিব শিবনাথ রায় গতকাল গণমাধ্যমে বলেন, ‘শিল্পপ্রতিষ্ঠানগুলো শ্রম আইনে বর্ণিত শ্রমিকদের স্বাস্থ্যগত নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি মেনে চলছে কি না, সেটা আমরা পর্যবেক্ষণে রাখছি। কেউ তার ব্যত্যয় ঘটালে আমরা শ্রম আইন অনুসারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
তৈরি পোশাক কারখানায় করোনা ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি ফয়সাল সামাদ গণমাধ্যমে বলেন, ‘আমাদের কিছু কারখানায় ৫০ জনের মতো শ্রমিকের কভিড-১৯ পজিটিভ বলে আমরা তথ্য পেয়েছি। যেসব কারখানায় কভিড আক্রান্ত শ্রমিক পাওয়া যাচ্ছে সংশ্লিষ্ট শ্রমিকদের আইসোলেশন ও কোয়ারেন্টাইনে রাখাসহ যাবতীয় বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই যাতে আক্রান্ত শ্রমিক থেকে অন্য কেউ আক্রান্ত না হতে পারে, সে বিষয়টি মনিটরিংয়ে রাখা হচ্ছে।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকায় যানজটের উদাহরণ দিয়ে তিনি আরও বলেন, ‘শুধু পোশাক কারখানা খোলা রাখাই করোনা ছড়ানোর জন্য দায়ী নয়। সামাজিক দূরত্ব না মানা ও বিভিন্নস্থানে লোকসমাগমও এ জন্য দায়ী।’
শিল্পপুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমে বলেন, ‘শিল্পকারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে কি না, সে বিষয়ে শিল্পপুলিশ খোঁজখবর রাখছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।’