এম এইচ সোহেল, চট্রগ্রামঃ টানা দশদিন করোনা ভাইরাসের সাথে লড়ে মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন কক্সবাজারের বিশিষ্ট সমাজসেবী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও সাবেক কৃতী ফুটবলার মোহাম্মদ হাশেম (৭৪)। তিনি কক্সবাজার শহরের টেকপাড়া মাস্টারবাড়ির মরহুম মোহাম্মদ জাকারিয়া মাস্টারের তৃতীয় পুত্র। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
গত ১৭ মে নমূনা পরীক্ষায় করোনা পজিটিভ হলে তাঁকে দ্রুত কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। প্রথমে নগরীর ফৌজদারহাটে অবস্থিত বিআইটিআইডিতে তাঁর চিকিৎসা চলে। অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু আজ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নামাজে জানাজা ও দাফনের জন্যে আজ দুপুরে তাঁর লাশ কক্সবাজারে নেয়া হয়েছে।