1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মৃত্যু বাড়ছে সবার জন্যই সতর্কসংকেত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

করোনায় মৃত্যু বাড়ছে সবার জন্যই সতর্কসংকেত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৭২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। এক্ষেত্রে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। প্রথমদিকে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম থাকলেও এখন তা উদ্বেগজনক পর্যায়ের দিকে যাচ্ছে বলেই মনে হয়। এটা কোথায় গিয়ে পৌঁছবে, তা কেউ জানে না। এর আগে এক গবেষণায় বলা হয়েছিল, মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে করোনা সংক্রমণের ব্যাপকতা কমে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। ইতালি, স্পেন, যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি খতিয়ে দেখলে দেখা যায়, সেসব দেশে প্রথমদিকে করোনা সংক্রমণের হার কম থাকলেও পরে তা ভয়াবহ রূপ নেয়। কাজেই আমাদের দেশে এখন যে পরিস্থিতি চলছে, তা সবার জন্যই একটি সতর্কসংকেত।

করোনা মোকাবেলায় প্রথমেই যে বিষয়টির দিকে জোর দেয়া দরকার, তা হল এর প্রতিকার। লকডাউন, সামাজিক দূরত্ব, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত ধোয়া ইত্যাদির মাধ্যমে প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা আগে থেকেই বলা হচ্ছে। এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে। প্রশ্ন হল, যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা পর্যাপ্ত কিনা। মানুষের জীবন-জীবিকা ও দেশের অর্থনীতির কথা বিবেচনা করে ইতোমধ্যে ‘লকডাউন’ শিথিল করার উদ্যোগ নেয়া হয়েছে। এর পরিণাম কী হয় তা অজানা। লকডাউনে ঘরে থাকলে না খেয়ে মৃত্যু, আর আয়-রোজগারের জন্য বের হলে করোনায় মৃত্যুর ভয়। বস্তুত গোটা বিশ্বেই এখন এ পরিস্থিতি বিরাজ করছে। লকডাউন আর অর্থনীতিতে গতিশীলতা ফেরানোর মধ্যে ভারসাম্য আনার চেষ্টা করছে অনেক দেশ। এ ধরনের ভারসাম্য রক্ষার প্রয়াসে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরণে।

এর পরে আসে করোনার নমুনা পরীক্ষা এবং এ রোগে সংক্রমিত রোগীদের চিকিৎসার বিষয়টি। এক্ষেত্রে আমাদের অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। করোনার নমুনা পরীক্ষা এবং এ রোগে সংক্রমিত রোগীদের চিকিৎসা নিয়ে এখনও মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বস্তুত দেশে যে পদ্ধতিতে পরীক্ষা চলছে, তাতে করোনা মোকাবেলায় দ্রুত সাফল্য অর্জন কঠিন হবে। বর্তমানে কেবল তারাই পরীক্ষা করাতে আসছেন, যাদের করোনা উপসর্গ রয়েছে। যাদের উপসর্গ নেই, তারা পরীক্ষা করানোর কথা ভাবছেনই না। অথচ বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত ৮০ শতাংশ মানুষেরই কোনো লক্ষণ প্রকাশ পায় না। পরীক্ষা না করানোর কারণে এই ৮০ শতাংশ মানুষকে পৃথক করা বা চিকিৎসার আওতায় আনা হয় না। ফলে তাদের মাধ্যমে ব্যাপকভাবে করোনা সংক্রমণের আশঙ্কা থেকে যায়। কাজেই করোনা পরীক্ষার এই প্যাসিভ (পরোক্ষ) সার্ভিলেন্স পদ্ধতি থেকে আমাদের সরে এসে অ্যাক্টিভ (প্রত্যক্ষ) সার্ভিলেন্স পদ্ধতিতে যাওয়া উচিত। এ পদ্ধতির আওতায় এলাকা ধরে ধরে সবার পরীক্ষা নিশ্চিত করতে হবে। এ পদ্ধতি প্রয়োগ করে ভারতের কেরালা রাজ্য, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সফল হয়েছে। করোনা মোকাবেলায় সাফল্য পেতে আমাদেরও এ পদ্ধতিতে যাওয়া উচিত। কিন্তু প্রশ্ন হল, আমরা এক্ষেত্রে কতটা প্রস্তুত? আমাদের হাসপাতালগুলোর চিকিৎসাব্যবস্থাও নাজুক। করোনাভাইরাসের চিকিৎসায় চিকিৎসক ও নার্সদের যথাযথ প্রশিক্ষণেরও অভাব রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া করোনার পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত কার্যক্রমে সমন্বয়হীনতা প্রকাশ পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতর এসব সীমাবদ্ধতা দ্রুত কাটিয়ে উঠতে না পারলে দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

লেখক – বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট, সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম