তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে তরুণ প্রজন্মের আলেমদের নিয়ে আল ইমদাদ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিনই ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত এ মহতী উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সুধীজন সার্বিক সহযোগিতা করছেন।
ট্রাস্টের মুখপাত্র হাকিম মাওলানা আসেম আহমদ আরমান জানান, রমজানের শুরু থেকেই প্রতিদিন মুসাফির, গরিব ও নিঃস্বদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
শহরের বড়বাজার, একরামপুর, বয়লা, শোলাকিয়া ইত্যাদি জনাকীর্ণ এলাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। এতে দরিদ্র মানুষ ছাড়াও শহরে বিভিন্ন কাজে আগত মানুষদের আপ্যায়ন করা সম্ভব হচ্ছে।
কিশোরগঞ্জের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক উদ্যোগ মাজহারুন-নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজ পারভেজ জানান, উপমহাদেশের হক্কানি আলেম সমাজের মুরুব্বি হাজি ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ.)-এর দাওয়াত ও তাবলিগের ভাবাদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করে আল ইমদাদ ট্রাস্ট প্রতিষ্ঠাতা লাভ করেছে, যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পীর সাহেব কিশোরগঞ্জ, আল্লামা হযরত মাওলানা ইসমাঈল।