তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ১৭০ পিস ইয়াবাসহ মো. হেলাল মিয়া (৪২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ মে) সকালে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
অপারেশনাল টিমটির নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন।
আটক হওয়া ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়া কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার মৃত রেনু মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী মো. হেলাল মিয়াকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় ইয়াবাসহ আটক হওয়া মো. হেলাল মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।