লাভলু শেখ, লালমনিরহাট থেকে :
লালমনিরহাটে করোনা সংক্রমিতদের পাশে ঊষার আলো সেচ্ছাসেবী সংগঠন।
বুধবার ১৩ মে দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন কোভিড-১৯ আক্রান্ত রোগী মজিদুল ইসলাম এর জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন লালমনিরহাট জেলা শহরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঊষার আলো’র তরুন সদস্যরা।
এ সেচ্ছাসেবী সংগঠনের তরুন সদস্যরা উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন ধরনের মৌসুমী ফল আনারস, কলা, মালটা, আপেল সহ শুকনো খাবার হিসেবে মুড়ি, বিস্কুট সহ চিনি এবং টি ব্যাগ প্যাকেজ আকারে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: মনজুর মোরশেদ দোলনের অফিস কক্ষে তাঁর হাতে তুলে দেন ।
এ সময় ঊষার আলো’র সদস্যদের মধ্যে ফাহিম ফয়সাল, আতিক উজ জামান, নাহিদ হাসান ও সৈকত উপস্হিত ছিলেন।
এই সংগঠনের তরুনরা জানান, ২০১০ সাল থেকে জেলা শহরে বিভিন্ন সেবামূলক কাজ করছে সদস্যরা। এরই ধারাবাহিকতায় কোভিট-১৯ আক্রান্ত ব্যক্তির জন্য তাদের ক্ষুদ্র প্রয়াস এটি।
তারা আরও জানান, এ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা ইতিমধ্যেই ফান্ড কালেকশনের কার্যক্রম শুরু করেছেন।
জানতে চাইলে আতিক উজ জামান বলেন, লালমনিরহাট সদর উপজেলায় কভিড-১৯ সংক্রমিত ব্যক্তিদের পাশে থাকবে ঊশার আলো। আমাদের কিশোর বয়স অতিক্রম করছে। এই মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা গ্রহনের মধ্যদিয়ে সমাজের জন্য কিছু করতে চাই। এজন্য সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সমাজটা বদলে দেওয়া আসলে কোনো ব্যাপরই না।