গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনের নমুনা পরীক্ষা করে আরও ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর সদরে সর্বাধিক ৫৩ জন, শ্রীপুরে দুইজন ও কালীগঞ্জে একজন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। এছাড়াও জেলায় এ পর্যন্ত মোট ৩৬ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, এ পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে কালিয়াকৈরে ৬৩ জন, কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন এবং গাজীপুর সদরে ৩৮৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট সাত হাজার ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬৭৩ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া যায়। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন তিনজন। আর পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন ৩৬ জন।