এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাউলতিয়া ৫টি ওয়ার্ডের অসহায় পরিবারের বাসায় খাবার পৌঁছে দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। মহামারী করোনার প্রকোপে মহাসঙ্কটে সারা পৃথিবীর মানুষ দিশেহারা। বিশেষ করে দিনে এনে দিনে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এ সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য সন্তান, গাজীপুর-২ আসনের পরপর ৪বার নির্বাচিত সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯, ২০, ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডের গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের বাসায় বাসায় এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন, আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার গাজীপুরের মানুষকে আমাদের বংশধর বলে মনে করতেন। সুখে দুখে বিপদে আপদে তাদের পাশে থাকতেন। আমিও তাদের সন্তান হিসেবে তাদের সুখ দুখে তাদের পাশে আছি এবং থাকবো। আমার নির্বাচনী এলাকায় কোন লোক না খেয়ে অনাহারে মারা যাবে না।