1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে শেখ নাঈমের ৭ম ধাপে খাদ্য উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী একতা ব্যবসায়ী সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ঠাকুরগাঁওয়ে আখের সাথে সাথীফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস । শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে-ব্যারিস্টার সজিব গোদাগাড়ীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত নবীগঞ্জ সবজি দোকান আগুন  প্রায় লক্ষ টাকা ক্ষয়ক্ষতি তিতাসে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা ! ঠাকুরগাঁওয়ে পানির সোর্স না থাকায় আগুনের ঝুঁকিতে পুরো শহর ! ঠাকুরগাঁওয়ে ১০৫ টি ইটভাটায় পরিবেশের সর্বনাশ অবৈধ ৯৯ টি ! ঠাকুরগাঁওয়ে সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবির সচেতনতা সভা

গোপালগঞ্জে শেখ নাঈমের ৭ম ধাপে খাদ্য উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ১৫৬ বার

সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি :
করোনার ক্রান্তিকালে ঘরে থাকা অসহায় মানুষের পাশে থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ৭ম ধাপে গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এমপি’র কনিষ্ঠ পুত্র ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে এ খাদ্য উপহার সামগ্রী সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। এরআগে গত ২২ মার্চ থেকে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত প্রায় ২১ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাবার উপকরণগুলোর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ ও ১ কেজি সয়াবিন তেল।
খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম দীন ইসলাম জানান, ছাত্রলীগের আইকন শেখ নাঈমের এ মহতি উদ্যোগকে সফল করতে রাতদিন পরিশ্রম করে চলেছেন জেলার ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেখ নাঈমের এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে মানুষের দৌঁড়গোড়ায় পৌছে দিতে তারা যে পণ করেছেন তা জীবন থাকতে কেউ পিছপা হবেন না বলেও জানান ওই কলেজ ছাত্রনেতা।
এ বিষয়ে গোপালগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম জানান, গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠপুত্র শেখ ফজলে নাঈম অসহায় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পালন করে চলেছেন। তার এ খাদ্য সামগ্রী অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হচ্ছে। জেলার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এ কাজে সহায়তা করছেন। ৭ম ধাপে ৪ হাজার পরিবারসহ এ যাবতকালে প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও পৌরএলাকায় ৫হাজার পরিবারকে সবজি সহায়তা দেয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম মুঠোফোনে জানান, করোনার এ বৈশ্বিক মহামারীতে যারা সংক্রমণ এড়াতে ঘরের বাইরে যেতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না তাদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ ২ আসনে সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশেই এ খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন শেখ নাঈম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম