শাহজালাল শাহেদ, চকরিয়া: প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চকরিয়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা, শিক্ষা উপকরণ, বাই সাইকেল ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। সোমবার ১৮মে উপজেলা পরিষদের মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তির টাকা, বাই সাইকেলসহ বিভিন্ন উপকরণ তুলে দেন।