চট্টগ্রাম প্রতিনিধি :
বদিউল আলম কোম্পানি ফাউন্ডেশন পক্ষে মমিনুল আলম শাহিন এবং পরিবার বর্গ মিলে রমজানের শুরু থেকে প্রতিদিন ১৫০ প্যাকেট ইফতার বিতরণ করে আসছেন,আজ গরীব মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।চট্টগ্রাম ১২ নং ওয়ার্ডের ঝর্ণা পাড়া মরহুম বদিউল আলম কোম্পানির বাসভবনের সামনে ফাউন্ডেশনের উদ্যোগে রমজান মাষ ব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।এ সময় মরহুম বদিউল আলম কম্পানির ছেলে মাহবুব আলম,শহিদুল আলম মামুন,জাহেদুল আলম মুরাদ উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন রনি, শাবিদ,লিটন,ইকু, সহেল,নাছির, সেলিম সহ অন্যান্যরা ।