সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি :
করোনা পজিটিভ হওয়া দুজনই স্বাস্থ্যকর্মী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তাদের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী।
বাংলাদেশ ইন্সটিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) হতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বুধবার দুই স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ নিশ্চিত হয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী জানান, এ নিয়ে সাতকানিয়ায় মোট ১৮ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় একজনের মৃত্যু হয়েছে।
করোনা শনাক্ত হওয়া দুইজনের মধ্যে নারী স্বাস্থ্যকর্মীর বাড়ি ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রোয়াজির পাড়ায়। তিনি মিঠাদিঘী এলাকায় ভাড়া বাসায় থাকেন। আর পুরুষ স্বাস্থ্যকর্মীর বাড়ি সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রূপকানিয়ায়।