সাতকানিয়া প্রতিনিধি :
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (৭ মে) রাতে ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবের নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।
গতকাল বুধবার (৬ মে) বিআইটিআইডির রিপোর্টে আরো দুই স্বাস্থ্য কর্মীর করোনা শনাক্ত হয়। এর আগে ১ মে (শুক্রবার) রাতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক স্বাস্থ্য পরিদর্শকের করোনা ধরা পড়ে।
এ নিয়ে সাতকানিয়ায় মোট ১৯ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় একজনের মৃত্যু হয়েছে।