আবু সালেহ আকন |
সাংবাদিক ভাই-বোন, বন্ধু -অফিসের চাপে, চাকরি বাঁচাতে বা অন্য কোনো কারণে দয়া করে আপনার শরীরের অসুস্থতার কথা লুকাবেন না। আপনি অসুস্থ হতেই পারেন, এটা আপনার বা আপনার পরিবারের কোনো অপরাধ নয়। দেখবেন, অন্য কোনো পেশার কর্মীরা কিন্তু অসুস্থতা লুকাচ্ছে না। আপনি কেনো লুকাবেন!
চাকরি চলে গেলে চাকরি পাবো, না হয় অন্য কোনো ব্যবস্থা হবেই, ইনশা আল্লাহ । কিন্তু জীবন চলে গেলে! আপনি না হয় চলে গেলেন, আপনার পরিবার! স্ত্রী -সন্তান! পরিবারে আপনার প্রয়োজন কিন্তু অনেক বেশী। খোকন ভাই, অপু ভাই এবং আসলাম ভাইয়ের পরিবার আজ বুঝতে পারছেন, তাদের কতো কষ্ট!
বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অসুস্থ হলে, কিংবা মারা গেলে মোটা অংকের টাকা পাবে পরিবার। আর আপনার আমার মালিক! অফিস লকডাউন হওয়ার ভয়ে বিষয়টা লুকাবে, স্বীকারও করতে চাইবে না, কেনো কি কারণে আমার মৃত্যু হয়েছে! মিথ্যা তথ্য ছড়াবে আপনার বিরুদ্ধে।
কাজেই আপনার নিরাপত্তার চিন্তা আপনাকেই করতে হবে। সাবধানে থাকতে হবে। অসুস্থ হলে বিষয়টি আপনার ঘনিষ্টজনকে জানাতে হবে। নিজের চেষ্টাটুকু চালাতে হবে। বাকি আল্লাহর ইচ্ছা।