মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মজুমদার ফ্যামিলি এইড ফাউন্ডেশন’ এর উদ্যোগে অর্ধ শতাধিক গরীব-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আলহাজ্ব ছালেহ্ আহাম্মেদ মজুমদার। এ কার্যক্রমে আর্থিক ও সার্বিক সহযোগিতা করেন ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুল ইসলাম মজুমদার শরীফ, জাহিদুল ইসলাম মজুমদার এবং রবিন রানা। ফাউন্ডেশনের পরিচালক মো. সাইফুল ইসলাম মজুমদার শরীফ বলেন, ফাউন্ডেশনের সূচনা করতে পেরে এবং হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে বেশ ভালোই লাগছে। দেশে চলমান করোনা সংকট সহ যে কোনো প্রয়োজনে গরীব-অসহায় মানুষদের জন্য এ ফাউন্ডেশন কাজ করে যাবে। এসময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।